Uncategorized

বাংলাদেশের ভালোবাসা আমার কাছে ভগবানের প্রাপ্তি : শুভশ্রী!!

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ও ভারতের যৌথ ছবি ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারের জন্য কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী ঢাকায় গিয়েছেন সেখানে শুভশ্রী বললেন, প্রথমত বলব- খাবার বেশি ভালো লেগেছে। ইলিশ মাছ ছাড়া সব খাবারই ভালো লেগেছে। কারণ আমি ইলিশ খাই না। বিশেষ করে মিষ্টি আমার খুব পছন্দ। ঢাকা এসে আমি প্রথমে মিষ্টি খেয়েছি। ভাবছি, নিয়েও যাব। বাংলাদেশে আসব আর মিষ্টি খাব না এটা হতেই পারে না।”

 

শুভশ্রী

তিনি আর বলেন যে যখন আমার সিনেমা এই দেশে মুক্তি পায়নি তখনো কিন্তু বাংলাদেশে আমার প্রচুর ফ্যান ছিল। এ দেশের মানুষের ভালোবাসাটা আমার কাছে ভগবানের প্রাপ্তি। জনপ্রিয়তার কথা আমার কাছে পছন্দের নয়, ভালোবাসাটা আমার কাছে প্রিয়। এই ভালোবাসাটা ভগবানের কাছ থেকেই পেয়েছি। আশা করছি, এখানকার দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করবেন।

 

শুভশ্রী গাঙ্গুলী

‘প্রেম কি বুঝিনি’ শিরোনামের সিনেমাটি আগামী ৭ অক্টোবর বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। আবদুল আজিজ ও সুদীপ্ত সরকার পরিচালিত রোমান্টিক ঘরানার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ।

 

Subhasree Ganguly