Celebrity Gossip

ভিডিও – একঝাঁক তারকার আগমনে বেশ জমজমাট ‘জুলফিকার’ এর মিউজিক লঞ্চ!

গতকাল বিকেলে কলকাতার অ্যাক্রোপলিস মলে এক জাকজমকপুর্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল সৃজিত মুখার্জী পরিচালিত মাল্টি স্টারার সিনেমা “জুলফিকার” এর মিউজিক লঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সৃজিত মূখার্জী সহ প্রসেনজিত চ্যাটার্জী, দেব, পরমব্রত চ্যাটার্জী, পাওলি দাম, নুশরাত জাহান, যীশু সেনগুপ্ত, অনুপম রায়, নচিকেতা, তিমির বিশ্বাস প্রমুখ কলাকুশলিরা।

 

‘জুলফিকার’ এর মিউজিক লঞ্চ

জুলফিকার  চলচ্চিত্র দুটি অভিযোজন উপর ভিত্তি করে উইলিয়াম শেক্সপীয়ার এর বিয়োগান্তক:জুলিয়াস সিজার এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা .চলচ্চিত্রটি 7 অক্টোবর 2016 তে মুক্তি নির্ধারিত হয় দুর্গাপূজা উৎসব.