Bangla upcoming movie, Bangladesh Cinema, Bangladesh movie star, Bangladesh News, Bangladeshi Actresses, Bangladeshi cinemas, Bangladeshi Film, Bangladeshi Movies, Bangladeshi Newspapers, Bangladeshi Superstar Shakib Khan

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে ছবিতে অভিনয় করছেন শুভশ্রী

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারের জন্য কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী ঢাকায় গিয়েছেন সোমবার আর সেখানে বিকেলে ছবিটি নিয়ে এক সংবাদ সম্মেলনে শুভশ্রী জানান, তিনি আরেকটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে।

 

Subhasree to pair up with Shakib Khan

শাকিব খানের বিপরীতে কাজ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি শাকিব খানের সাথে জুটি বেঁধে একটি ছবিতে কাজ করব। বর্তমানে আমি ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রমোশনাল নিয়ে ব্যস্ত আছি। এ ছাড়া আরেকটি ছবির কাজ চলছে। সেটি শেষ করেই স্ক্রিপ্ট নিয়ে বসব, যদিও এরই মধ্যে আমার হাতে ছবির স্ত্রিপ্ট চলে গেছে। কিন্তু ব্যস্ততার কারণে এখনো পড়া হয়নি।’

শুভশ্রী আবার বলেন, ‘চলতি বছরের মে মাসে শাকিব খানের সঙ্গে আমার প্রথম দেখা হয় লন্ডনে। সেখানে আমি ‘প্রেম কি বুঝিনি’ ছবির শুটিংয়ে গিয়েছিলাম আর শাকিব গিয়েছিল ‘শিকারি’ ছবির শুটিংয়ে। শুটিংয়ের ফাঁকে আমাদের কথা হয়েছিল। প্রথম সাক্ষাতেই তাকে দারুণ লেগেছিল। ভীষণ হ্যান্ডসাম এবং চমৎকার বন্ধু সুলভ একজন মানুষ।’

 

shakib khan upcoming movie

‘সত্ত’ ছবিতে পাওলি দাম আর ‘শিকারি’ ছবিতে শ্রাবন্তী অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে।তিনি আরো বলেন, ‘শাকিব খান অভিনীত ‘শিকারি’ ছবিটি আমাদের কলকাতায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একইসঙ্গে শাকিবকে কলকাতার দর্শকরা দারুণভাবে গ্রহণ করেন। আমি নিজেও ইউটিউবে তার বর্তমান কাজগুলো দেখে তার ফ্যান হয়ে গেছি।’ ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়কের সঙ্গে এবারই প্রথমাবার অভিনয় করতে যাচ্ছেন ভারতের কলকাতার মিষ্টি নায়িকা শুভশ্রী।

দুদিন প্রচারের কাজ করে আগামীকাল মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর কলকাতায় চলে আসবেন শুভশ্রী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতে ছবিটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজ।