Uncategorized

সত্যি বলতে শাকিব খানকে এর আগে চিনতেন না – শুভশ্রী!

সোমবার (২৬ সেপ্টেম্বর) দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারের জন্য কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী ঢাকায় গিয়েছেন আর বাংলাদেশের সুপারস্টার শাকিবের সঙ্গে পরিচয়ের পর শুভশ্রী বললেন, চলতি বছরের মে মাসের কথা। ঢালিউড সুপারস্টার শাকিব খান লন্ডনে গিয়েছিলেন যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ছবির কাজে। তার আগে থেকেই সেখানে ‘প্রেম কি বুঝিনি’ ছবির কাজ করছিলেন বাংলার নায়িকা শুভশ্রী। একই শহরে কাজ করতে গিয়ে দেখা হয়ে যায় আমাদের।

 

শাকিব খানকে চিনতেন না শুভশ্রী

শুভশ্রী আর বলেন, শুটিংয়ের ফাঁকে আমাদের কথা হয়। তখনই জানতে পেরেছিলাম বাংলাদেশের অনেক ছবির নায়ক তিনি। বাংলাদেশে তার জনপ্রিয়তা অনেক। সত্যি বলতে এর আগে তাকে চিনতাম না।’ জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে যোগ করে শুভশ্রী বলেন, ‘শিকারির সুবাদে কলকাতায় শাকিবকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। এ ছবি তাকে আমাদের ওখানে পরিচিতি এনে দিয়েছে।’

শাকিব খানের বিপরীতে কাজ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি শাকিব খানের সাথে জুটি বেঁধে একটি ছবিতে কাজ করব। বর্তমানে আমি ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রমোশনাল নিয়ে ব্যস্ত আছি। এ ছাড়া আরেকটি ছবির কাজ চলছে। সেটি শেষ করেই স্ক্রিপ্ট নিয়ে বসব, যদিও এরই মধ্যে আমার হাতে ছবির স্ত্রিপ্ট চলে গেছে। কিন্তু ব্যস্ততার কারণে এখনো পড়া হয়নি।’