Uncategorized

কী কিনলেন ? কীভাবেই বা ক্যারি করবেন সাজ ? জেনেনিন তনুশ্রী চক্রবর্তী স্টাইল মন্ত্র

কেউ সারারাত অনলাইন শপিংয়ে মন দিচ্ছেন, তো কেউ স্টেটমেন্ট দেওয়ার জন্যই কষছেন প্ল্যান! পুজোর চারটে দিনে কখন কী পরতে হবে, তাই নিয়ে তারকাদের প্রস্তুতি শেষ।  তনুশ্রী চক্রবর্তী পেশায় একজন ভারতীয় বাংলা মডেল এবং অভিনেত্রী সারা বছর ডেনিম আর টি-শার্ট পরলেও পুজোর দিনগুলোয় শাড়িই ভাল লাগে।

তনুশ্রী চক্রবর্তীঃ
এবার অবশ্য শাড়ির পাশাপাশি বেশ কয়েকটা ব্র্যান্ডেড ড্রেসও কিনেছে। তবে পুজোয় এবার শাড়িই পরবে। এবারের পুজোয় হট ট্রেন্ড সাদা স্নিকার্স। সনাতনী সাজ হলেও হেয়ারস্টাইল একটু কোয়ার্কি হতেই পারে। বড় গোল টিপ আর চলছে না। তার বদলে যে কোনও একটা স্টেটমেন্ট অ্যাকসেসরি পরা ভাল। ফ্যাব্রিকের বা ড্রেপের নেকপিস এবার খুব চলছে। ওগুলো পরলে স্মার্ট লাগবে।

Source

 

Tanusree Chakraborty