Uncategorized

পাষাণে’র নায়িকা পরীমণি, নায়ক কে?

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির সবচেয়ে ব্যস্ততম নায়িকা পরীমণি তরুণ নির্মাতা সৈকত নাসিরের ‘পাষাণ’নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সিনেমাটিতে নায়ক হবেহিসেবে কে থাকছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।কিছুদিন আগে সৈকত যৌথ প্রযোজনার ছবি  ‘হিরো ৪২০’ নিয়ে হাজির হন দুই বাংলার দর্শকদের সামনে।

 

pori moni

এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন পাষাণ সিনেমাটি।ছবিটি প্রযোজনা করছেন ভিজুয়ালাইজার নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। নায়িকা হিসেবে এ ছবিতে পরীমনিকে চূড়ান্ত করলেও, নায়কের নামটি এখনই প্রকাশ করতে চাচ্ছেন না পরিচালক। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুটিং শুভ হবে আর নায়কের বিষয়টি চমক হিসেবে থাকছে।

সৈকত নাসির বলেন, ”লাভ এবং অ্যাকশন দুটি বিষয়ই সমানভাবে রয়েছে এই গল্পটিতে। গল্পটিও আমার নিজে লেখা একটি গল্প। গল্পটিও বেশ সুন্দর। আশা করছি সবাই পছন্দ করবে।এদিকে ‘রক্ত’ নামক যৌথ প্রযোজনার একটি ছবিতে কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন পরীমণি। ছবিটিতে তাকে প্রথমবারের মতো অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে।”

 

pori moni