Bengali cinema, Bengali films, Bengali Gossip

যশ কনসেপ্ট নিয়ে পৌঁছলেন পরিচালনা করলেন বিরসা

ভেঙ্কটেশ ফিল্মস -এর অফিসে সাধারণত যে ঘরে বসে মিটিং করেন শ্রীকান্ত মোহতা বা মহেন্দ্র সোনি , সেই ঘরে সোফায় গা এলিয়ে বসে নায়ক যশ দাশগুন্ত৷ হাতে চায়ের কাপ৷ সাক্ষাত্কার শুরু…অন্য সময় : আপনার কপালে কোনও চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে না !যশ : অ্যাড্রিনালিন রাশ কাজ করছে৷ কিন্ত্ত আত্মবিশ্বাসী৷ আমরা জানি , আমরা কী করেছি ! অন্য সময় : টালিগঞ্জে শেষ কয়েক বছরে যত নতুন নায়ক এসেছেন , তাঁরা অভিনয় ছাড়া আর কোনও বিষয়ে নাক গলাননি৷

 

যশ কনসেপ্ট নিয়ে পৌঁছলেন পরিচালনা করলেন বিরসা

এদিকে যশ দাশগুন্ত ‘গ্যাংস্টার ’-এর কনসেপ্ট নিয়ে পৌঁছলেন প্রযোজক শ্রীকান্ত মোহতার কাছে …যশ : (হেসে ) আমি গল্প তৈরির সময় থেকে ছবিটার সঙ্গে জড়িয়ে রয়েছি৷ ছবির গল্পটা আমার মুম্বইয়ের বন্ধুরা লিখেছে৷ ওদেরকে ব্রিফিং আমরা দিয়েছিলাম৷ কিছু দৃশ্য আমার আর পুনমের (পুনম ঝা , ছবির ক্রিয়েটিভ প্রডিউসার , যশ দাশগুন্তের বিশেষ বান্ধবী ) ঢোকানো৷ এটা এমন একটা ছবি যেখানে বিরসাদা পরে জয়েন করেছে৷
অন্য সময় : ছবির কনসেপ্ট তৈরি হয়ে যাওয়ার পর যোগ দিয়েছেন পরিচালক ?!যশ : অনেকে এটা বলছেন — বিরসা যশকে ছবিতে নিয়েছে৷ এরকম নয় বিষয়টা৷ এটা আমাদের কনসেপ্ট৷ তারপর বিরসা টিমে জয়েন করে বিষয়টাকে এনহ্যান্স করে দিয়েছে ! ইনফ্যাক্ট বিরসাই এই ছবির জন্য সেরা পছন্দ ছিল৷ আর আমি মনে করি , যে কোনও অভিনেতারই একটা ছবিতে এই ইনভলভমেন্ট থাকা দরকার !

READ ORIGINAL ARTICLE HOME PAGE