Uncategorized

জানেন কি “গ্যাংস্টার” সিনেমায় মিমির সবকটা Action Stunt কে করেছেন।

একটি আপকামিং ভারতীয় বাংলা ভাষা রোমান্টিক থ্রিলার ছবি  “গ্যাংস্টার” সিনেমার গল্পটা একদম একটা মৌলিক গল্পের ওপর বেস করে তৈরি, কোনো সিনেমার কপি পেস্ট নয়। এই সিনেমায় ডেবিউ করছেন বাংলা টেলিভিশন সিরিয়ালের খুব পপুলার নায়ক যশ দাসগুপ্ত। বলা বাহুল্য, য্শ এই ছবিতে অভিজ্ঞ নাইকা মিমির পাশাপাশি তিনিও মাইন্ডব্লোয়িং পারফরমেন্স দিয়েছেন। ভাবতে অবাক লাগবে প্রচন্ড সাহসী ও সুন্দরী টলিকুইন মিমি চক্রবর্তী এই সিনেমার সবকটা Stunt নিজেই করেছেন।

 

জানেন কি “গ্যাংস্টার” সিনেমায় মিমির সবকটা Action Stunt কে করেছেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন যে গ্যাংস্টারে তার ক্যারেক্টারটাকে তিনি বেশ এনজয় করেছেন। তুরস্কের অসম্ভব সুন্দর লোকেশনগুলোতে ছবির শ্যুট তার মন ভড়িয়ে দিয়েছে। এমনকি নবাগত যশের সাথে ইনটিমেট সীনের শ্যুট করতেও তাদের কোনো অসুবিধে হয়নি।

বিরশা দাশগুপ্ত পরিচালিত “গ্যাংস্টার” ছাড়াও এই পুজোর সময় মাল্টিস্টারার ছবি “জুলফিকার”, জিৎ-শুভশ্রী অভিনিত “অভিমান”, ওম-শুভশ্রীর “প্রেম কি বুঝিনি” রিলিজ করবে 7 অক্টোবরের।