Bengali, Bengali Gossip

দেব আপকামিং ছবি “গার্লফ্রেন্ড” এর লিড এক্ট্রেস এর ভুমিকায় ! দেখে নিন কে !!

টলি হার্ট হ্রব দেব্এ র আপকামিং ছবি “গার্লফ্রেন্ড” এর লিড এক্ট্রেস এর ভুমিকায় দেখা যাবে কলকাতার সুপার মডেল রুক্মীণি মৈত্র কে। এবার মডেলিং জগৎ থেকে কিছুটা দূরে সরে গিয়ে রুক্মীণি পা দিতে চলেছেন টলিমহলে। ডাইরেক্ট্র র রাজ চক্রবর্তীর হাত ধরেই রুক্মীণি আগমন ঘোটতে চোলেছে সিনেমা জগতে। শোনা যাচ্ছে ছবির প্রযোজনার দায়িত্ব নিতে চলেছেন স্বয়ং অভিনেতা দেব। মুলত বক্সিংকেই তুলে ধরা হয়েছে এই ছবির বিষয় বস্তু হিসেবে।

 

দেব আপকামিং ছবি “গার্লফ্রেন্ড” এর লিড এক্ট্রেস এর ভুমিকায় ! দেখে নিন কে !!

এর আগে, মিমি, রাহুল, প্রিয়াঙ্কা, বনি–দের মত নতুন প্রজন্মের অভিনেতাদের জায়গা করে দিয়েছেন রাজ। তাই এবার রাজের হাত ধরেই ছবির জগতে কাজ শুরু করতে চাইছেন রুক্মিনীও। যদিও খবরটা নিয়ে এখনও কিছুই বলতে চাননি ডাইরেক্ট্র রাজ চক্রবর্তী। জানিয়েছেন, ছবির গোটা বিষয়টিই এখন প্রাথমিক আলোচনার স্তরে রয়েছে এখন চূড়ান্ত হয়নি।