Bangla cinema, Bangla News, Bangla news, Bengali, Bengali channel, Bengali cinema, Bengali Entertainment, Bengali Film, Bengali films, Bengali Gossip

‘ধূমকেতু’ নিয়ে প্রচণ্ড উত্তেজিত প্রযোজক দেব

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এক্সাইটমেন্ট’-এর কারণ তো রয়েছেই! একে তো জীবনের প্রথম প্রযোজিত ছবি, তার উপরে আবার বিস্তর বাধা কাটিয়ে ছবির মুক্তির দিনটাও ঠিক হয়ে গিয়েছে। সব মিলিয়ে দেবকে এখন আর পায় কে!

dhumketu5_web
প্রথম যখন খবর এসেছিল খুব অন্যরকম এক চিত্রনাট্য নিয়ে অভিনেতা এবং প্রযোজক হিসেবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছেন দেব, হইচই শুরু হয়ে গিয়েছিল তখন থেকেই! কেন না, মশালা-ছবির বাইরে দেবকে দেখা গিয়েছে ঠিক হাতে গোনা চারটে ছবিতে- কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’, অনিরুদ্ধ রায়চৌধুরির ‘বুনো হাঁস’, অপর্ণা সেনের ‘আরশিনগর’ আর সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকর’। কিন্তু, কোনও ছবিই সেভাবে দর্শকের মন জয় করতে পারেনি। বিস্তর সমালোচনা হয়েছে দেবের অভিনয় নিয়েও।

dhumketu1_web
টলিপাড়ায় আলোচনা- সেই সব দিক বাঁচিয়েই কৌশিক গঙ্গোপাধ্যায় খুব বুদ্ধিমত্তার সঙ্গে এমন এক চিত্রনাট্যে বেঁধেছেন দেব-এর ইমেজকে, যা নায়কের প্রতি সম্পূর্ণ সুবিচার করবে।

READ ORIGINAL ARTICLE HOME PAGE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *