Bengali, Celebrity Gossip

সিকো ঘড়ির নতুন ব্র্যান্ড বিপাশা। কলকাতায় প্রথম শো-রুম উদ্বোধন করলেন তিনি !

এবার বলিউড অভিনেত্রী বিপাশা বসুর নামও যুক্ত হল এক আন্তর্জাতিক ঘড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে। সম্প্রতি কলকাতার ক্যামাক স্ট্রিটে জাপানি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা সিকোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন নায়িকা। এই সংস্থাই জাপানে প্রথম হাতঘড়ি তৈরি করেছিল ১৯১৩ সালে। বছরকয়েক আগে বিশ্বের প্রথম জিপিএস সোলার ওয়াচের নির্মাতাও তারা।

এর উদ্বোধনে এসে বিপাশা বলেন,‘আমার শহরের মানুষও এবার সিকোর লেটেস্ট কালেশকন এখানে বসেই প্রত্যক্ষ করতে পারবেন। ঘড়ি উদ্বোধনে এসেও নিজের স্টাইল স্টেটমেন্টে মাতিয়ে গেলেন অভিনেত্রী।

Source

 

bipasha basu