Uncategorized

এই শীতে মানুষের রক্ত খেতে শহর কলকাতায় দেখা মিলবে ভ্যাম্পায়ারের ! তৈরি থাকুন !!

আসছে শীতে কলকাতাকে ঠাণ্ডায় কাঁপার বদলে উষ্ণ ছোঁয়া দেওয়ার দায়িত্ব নিলেন পরিচালক দেবারতি গুপ্ত! যার উত্তর দেবে আসন্ন ছবি ‘কুহেলি’। কিছুটা রহস্য, কিছুটা ভয়— এই মশলা দিয়েই নিজের নতুন ছবির হেঁশেল সাজিয়েছেন পরিচালক দেবারতি গুপ্ত প্রথম বাংলা সিনেমা ভ্যাম্পায়ার !! শীতে শহর কলকাতায় নতুন আসসেন তাঁরা। এরা মানুষের রক্ত খায় এটাই নেশা!

পরিচালকের কথায়, ‘‘আমরা ছবিতে ফ্রেশ অভিনেতাদের কাস্ট করেছি। টার্গেট অডিয়েন্স মূলত ইয়ং জেনারেশন। লুক অ্যান্ড ফিলও একদম নতুন। আশা করছি দর্শকদের ভাল লাগবে।’’

 

Kuheli

ছবিতে ইনভেস্টিগেটিং অফিসারের ভূমিকায় রয়েছেন কৌশিক সেন। ট্যারো কার্ড রিডারের একটি বিশেষ চরিত্রে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ। এই কনসেপ্ট নিয়ে আগে কোনও বাংলা সিনেমা হয়নি গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলর। সিনেমাটির প্রযোজনা করেছেন অভিষেক ঘোষ। সব মিলিয়ে সাসপেন্স,প্রেম,খুন,ভ্যাম্পায়ার নিয়ে একটা জমজমাট থ্রিলার, দেখে নিন “কুহেলি”‘র ট্রেলার আর তৈরি হয়ে যান গা গরম করার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *